জালালাবাদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটারীয়ান রাউজানের গহিরা নিবাসী আবুল মহসীন মীর জাহান চৌধুরী গতকাল বুধবার ভোর ৬টায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে যান। জালালাবাদ ওয়ার্ড বটতলী শাহী জামে মসজিদ ময়দানে গতকাল বাদে আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি ডা. আজিজুল হকের কনিষ্ঠ পুত্র ও ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান চৌধুরীর ছোট ভাই। প্রেস বিজ্ঞপ্তি।