এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এবং সোহেলা হোসেন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান আবুল বাশার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপর গ্রাজুয়েশন ডিগ্রী (বিএসসি) অর্জন করেন। ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজ হিতৈষি ও গবেষক। তিনি মীর আকতার হোসেন লিমিটেডের চেয়ারম্যান, মীর সিমেন্ট লিঃ, মীর রিয়েল এস্টেট লিঃ এবং মীর কনক্রিট প্রোডাক্ট লিঃ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে প্রথম শ্রেণীতে বি.এ. অনার্স (দর্শন) এবং এম.এ. ডিগ্রী লাভের পর সোহেলা হোসেন অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন বিষয়ে তাঁর কয়েকটি বই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি বেতার-টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী। প্রেস বিজ্ঞপ্তি।