আবুল কাশেম

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

রহমতগঞ্জস্থ সাবেক বাংলা কলেজের প্রথম জিএস আবুল কাশেম (৭৯) গতকাল দুপুর ১২.৪৫ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর শতদল ক্লাবের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শেষে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে জামালখান সামাজিক নিরাপত্তা পরিষদের সভাপতি মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, আজাদ মসজিদের মোতোয়াল্লী মোহাম্মদ হানিফ ও সেক্রেটারী মোহাম্মদ লোকমান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম আবুল কশেম আসকার দিঘির দক্ষিণপশ্চিম পাড়ের স্থায়ী বাসিন্দা ও শতদল ক্লাবের উপদেষ্টা সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেরিক রেন্ডলফ
পরবর্তী নিবন্ধডা. এ কে এম জালাল উদ্দিন আহমেদের ইন্তেকাল