আবুল কালাম বেলালের কবিতায় স্বতন্ত্র একটি স্বর আছে

‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচকরা

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

কবি ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলালএর ‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচকরা বলেছেন, কবি আবুল কালাম বেলালের গ্রন্থে বেশ কয়েকটি কবিতায় পাখির কথা এসেছে। তিনি পাখির উপমায় নতুননতুন ভাবে আমাদের কাছে চিত্রকল্পের উপস্থাপন করেছেন। কিশোর কবিতায় তার একটি স্বতন্ত্র স্বর আছে। তিনি একটি নিজস্ব আবহ তৈরি করেছেন। তার অনেক উল্ল্যেখযোগ্য কবিতা আছে যেগুলো তাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। তিনি শব্দ দিয়ে কিশোর মনের ছবি এঁকেছেন। যেটি শিশুকিশোর মনকে আকৃষ্ট করে। কবিতার এই বিশেষত্বের কারণে কবিতাগুলো সাধারণ পাঠকের মন ছুঁয়েছে। আবুল কালাম বেলাল চর্চায় নিরবচ্ছিন্ন থাকলে তার কবিতা সিলেবাসভুক্ত হবে নিঃসন্দেহে বলা যায়।

শৈলী প্রকাশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক রাশেদ রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাবন্ধিকগবেষক ড. আহমেদ মাওলা। তিনি বলেন, স্বরবৃত্তের দেয়াল ভেঙে নানান ছন্দে আবুল কালাম বেলাল তার কবিতায় উপস্থাপন করেছেন দেশপ্রেম, প্রকৃতি, কিশোর মনস্কতা। দ্বিতীয় থেকে পরবর্তীতে গ্রন্থের কবিতাগুলোতে তিনি ক্রমান্বয়ে সংহত এবং বিষয়ভাবনায় যত্নশীল হতে দেখা যায়। অত্যন্ত দক্ষতার সাথে তিনি সেসব কবিতা উপস্থাপন করেছেন। তিনি বিভিন্ন ঋতুর ছবি এঁকেছেন নৈসর্গিকভাবে। নৈসর্গের সাথে মানব মনের মিতালি ঘটিয়েছেন কবি, এটাই কিশোর কবিতার অন্যতম বৈশিষ্ট্য, চিরায়ত এবং বর্ণিল।

গ্রন্থসহ প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাবন্ধিক ও গবেষক ড. উদিতি দাশ সোমা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ড. আজাদ বুলবুল। অনুষ্ঠানে ‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাংস্কৃতিক আয়োজন
পরবর্তী নিবন্ধনাছিরাবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার