ধুতাঙ্গ ভান্তে কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাঙ্গুনিয়াধীন গুমাইবিলস্থ বুদ্ধ মহাধাতু চৈত্য, আবুরখীল গ্রামের ধুতাঙ্গ কুঠির মহামুনি পাহাড়তলী গ্রামে ৪র্থ বারের মতো ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী বুদ্ধ মহাধাতু চৈত্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপিত হয়। এতে হাজারো পুণ্যার্থীর উদ্দেশ্যে ধূতাঙ্গ ভান্তে বলেন, ‘আমাকে আক্রোশ করিলো, আমাকে প্রহার করিলো, আমাকে জয় করিলো কিংবা আমার সম্পত্তি হরণ করিলো’–যারা এইভাবে চিন্তা পোষণ করে তাদের শত্রুতার কখনো উপশম হয় না। ভান্তে আরও বলেন–অধর্মকে কখনো অধর্ম দিয়ে জয় করার চেষ্টা করো না, মিথ্যাকে মিথ্যা দিয়ে জয় করার চেষ্টা করো না, একইভাবে শত্রুকে শত্রুতা দিয়ে, অপরাধীকে অপরাধীর মাধ্যমে এবং পাপীকে পাপের মাধ্যমে জয় করার চেষ্টা করো না বরং তোমরা অধর্মকে ধর্ম দিয়ে জয় করবে, মিথ্যাকে সত্য দিয়ে জয় করবে, একই প্রকারে শত্রুকে মৈত্রী দিয়ে, অপরাধীকে ক্ষমা দিয়ে, পাপীকে পুণ্য কর্মের মাধ্যমে জয় করার চেষ্টা করবে। কারণ যারা এই উপায়ে জয় করেন তাকেই প্রকৃত জয় বলা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। এতে রূপায়ণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী উদ্বোধনী ভাষণ প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনায় ফানুস উত্তোলন ও হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।