রাউজান উপজেলাস্থ আবুরখীল খেলোয়াড় সমিতির এক সভা গত ১৪ আগস্ট রাতে এম এ আজিজ স্টেডিয়ামস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি (২০২৫–২০২৮) গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার আবুরখীলের সাবেক ফুটবলার ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা দীনেশ চন্দ্র বড়ুয়ার পরিচালনায় কোন পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিগত কমিটিকে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এতে সাবেক কৃতী ফুটবলার ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুকে সভাপতি, সাবেক কৃতী ফুটবলার সত্যজিত বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং সাবেক ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা অসীম কুমার বড়ুয়া (অপু)’কে–কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনঃ নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য’রা হলেন : সাবেক ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা সাজীব বিকাশ বড়ুয়া (টুটুল) –সিনিয়র সহ–সভাপতি দিবাকর বড়ুয়া (টিংকু), সহ –সভাপতি, শুভাশীষ বড়ুয়া শুভ সহ – সভাপতি, অনুপ বড়ুয়া –যুগ্ম –সম্পাদক, উচ্ছাস বড়ুয়া (আশু)-ক্রীড়া সম্পাদক, হিল্লোল বড়ুয়া (পলাশ) সহকারি ক্রীড়া সম্পাদক, প্রভাকর বড়ুয়া (রিংকু)-সাংগঠনিক সম্পাদক, স্বদেশ বড়ুয়া (খুলু) সাংস্কৃতিক সম্পাদক, প্রকাশ বড়ুয়া প্রচার সম্পাদক, শ্যামল বড়ুয়া আপ্যায়ন সম্পাদক, কাঞ্চন বড়ুয়া দপ্তর সম্পাদক এবং নির্বাহী সদস্য: সুদীপ বিকাশ বড়ুয়া (খোকন), এ্যাপেলো বড়ুয়া ও লাভলু বড়ুয়া।