রাউজান উপজেলার আবুরখীল খেলোয়াড় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামের খেলোয়াড় গ্যালারীতে আবুরখীলের প্রাক্তন খেলোয়াড়দের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি-দেবাশীষ বড়ুয়া দেবু, সিনিয়র সহ সভাপতি-সাজীব বিকাশ বড়ুয়া টুটুল, সহ-সভাপতি দিবাকর বড়ুয়া টিংকু ও শুভাশীষ বড়ুয়া শুভ, সাধারণ সম্পাদক-সত্যজিত বড়ুয়া, যুগ্ম সম্পাদক- অনুপ বড়ুয়া, কোষাধ্যক্ষ-অসীম বড়ুয়া অপু, ক্রীড়া সম্পাদক-উচ্ছ্বাস বড়ুয়া আশু, সহকারি ক্রীড়া সম্পাদক -হিল্লোল বড়ুয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক-প্রভাকর বড়ুয়া রিংকু, সাংস্কৃতিক সম্পাদক-স্বদেশ বড়ুয়া খুলু, প্রচার সম্পাদক-প্রকাশ বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক-সমীরণ চৌধুরী এবং দপ্তর সম্পাদক-কাঞ্চন বড়য়া। নির্বাহী সদস্যরা হলেন-খোকন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, এপোলো বড়ুয়া ও লাভলু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।