আবুরখীলের শতশত নারী পুরুষের মানববন্ধন

মামলা প্রত্যাহারসহ জড়িতদের শাস্তি দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের আবুরখীল গ্রামের ১৩ বিশিষ্টজনের বিরুদ্ধে পবন কুমার তালুকদার নামে এক ব্যক্তির দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার শতশত নারীপুরুষ। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পবন তালুকদার আবুরখীল গ্রামের ১৩ বিশিষ্টজনের নামে ষড়যন্ত্রমূলক মামলা করেন। বক্তারা অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করাসহ পবন তালুকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও স্বাচিপ নেতা অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, আবুরখীল গ্রামের বৌদ্ধ ভিক্ষুসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তব্য রাখেন ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু, যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, চম্পাকলি বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, ধর্মপ্রিয় থের, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, নীতেশ বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা দীলিপ বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রূপায়ন বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা হাজী নুরুল আলম, মুক্তিযোদ্ধা সত্যজিত পালিত, মুক্তিযোদ্ধা ধনঞ্জয় বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি ভি পি উত্তম কুমার বড়ুয়া, সুজন চট্টগ্রাম জেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদ, ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া দুলু, সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভোটারদের মন জয় করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারের পাশাপাশি করোনায় সহায়তা অব্যাহত রাখা হবে