সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আবুধাবী টি-টেন ক্রিকেট লীগের চতুর্থ আসরে বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্স এর আইকন খেলোয়াড় হিসেবে যোগ দেবেন লংকান অলরাউন্ডার দাসুন সানাকা। শ্রীলংকায় শুরু হতে যাওয়া
এলপিএল এ ডাম্বুলা ভাইকিংস এর অধিনায়ক হিসেবেও দেখা যাবে তাকে। বাংলা টাইগার্স এর সত্ত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, আগামী বছর ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই টুর্নামেন্টে শক্তিশালী দল গড়বে বাংলা টাইগার্স। সেই লক্ষ্যে দাসুন সানাকা এবার আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্স এর পক্ষে খেলবে। গত আসরে তৃতীয় স্থান অর্জন করা বাংলা টাইগার্স আগামী আসরের জন্য টিম ডিরেক্টর হিসেবে সাবেক দক্ষিন আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার এবং দলের ম্যানেজার হিসেবে শ্রীরাম সোমায়াজোলাকে চুক্তিবদ্ধ করে। বাংলা টাইগার্স এর পক্ষে এবার মুশফিক, সাইফুদ্দিন, তাসকিন এর মত তারকা খেলোয়াড় অংশ নিতে পারেন।এছাড়া গত আসরে বাংলা টাইগার্স এর হয়ে মাঠ মাতানো আন্দ্রে ফ্লেচার, কায়েস আহেমদ, টম মুড়, চিরাগ সুরি, রা্ইয়ান জনদের এবারও দেখা যাবে দলে।