আবুধাবি টি-টেন লিগের ড্রাফটে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

আবুধাবি টিটেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এবারের আসরে অংশ নেওয়া ৮ দল হলো, বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি। এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় রয়েছে। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন। ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরাসরি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং আম্বাতি রাইডু। ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রশিদ, ক্রিস লিন, মোহাম্মদ নবিদের মতো তারকারা।

পূর্ববর্তী নিবন্ধধর্মশালার আউটফিল্ডে সন্তুষ্ট বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে মোটেও ভয়ে নেই ইংল্যান্ড