আবুধাবির রাস্তায় পড়ে ছিল ফটিকছড়ির যুবকের ক্ষতবিক্ষত লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মো. নাজমুল ফারুক সুমন (৩০) নামে ফটিকছড়ির এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। গতকাল বুধবার সকালে আবুধাবির মুসাফর্ফা এলাকায় তার লাশ পাওয়া যায়। নিহত ওই যুবক ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির মো. শাহ আলমের ছেলে। প্রবাসী সুমন দুবাইয়ে ব্যবসা করতো বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্থানীয় সাবেক কাউন্সিলর মো. স্বপন বলেন, সকালে সুমনের মৃত্যুর খবর পায় তার পরিবার। একটি ছবিতে দেখা যায়, তার শরীরে ছুরি দিয়ে আঘাতের জখম এবং রক্তাক্ত অবস্থায় সে উল্টো হয়ে পড়ে আছে। দুবাই পুলিশ লাশ উদ্ধার করে তার আত্মীয়স্বজনদের থানায় নিয়ে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআবু জাফর মুহাম্মদ মঈনুদ্দিন
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে ৫২ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩