মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ের আবুধাবিতে মো. কুতুব উদ্দিন (৬০) নামের হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে নিহতের জেঠাতো ভাই মো. তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার আরব আমিরাত সময় সন্ধ্যা ছয়টার দিকে আবুধাবি শহরস্থ একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত কুতুব উদ্দিন উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হাজী ওয়ালি তালুকদার বাড়ির মৃত অহিদুর রহমানের পুত্র।
জানা যায়, দীর্ঘ ৩৫/৪০ বছর পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো কুতুব উদ্দিন দেশে ছুটি কাটিয়ে গত প্রায় দুই বছর পূর্বে দুবাইয়ের আবুধাবিতে নিজ মেশিন সপ (লেদ মেশিন) ব্যবসা প্রতিষ্ঠানে কর্মস্থলে পুনরায় ফিরে যান। ঘটনার বেশ কয়েকদিন পূর্বে দুবাইয়ের আবুধাবিতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে নিহতের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ওই দেশের আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের প্রতিবেশি মো. ফারুক এ প্রতিবেদককে জানান, তিনি মো. জুনাইদ ও জুবাইদ ও সাখি নামের তিন সন্তানের পিতা ছিলেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, আজ নিহতের পরিবার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। কাগজপত্রগুলো প্রবাসে পাঠানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সস্পন্ন করে লাশ দেশে আনা হবে।
এদিকে প্রবাসে কুতুব উদ্দিনের মৃত্যুর এ খবর নিজ গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।