সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাউজানের কামাল উদ্দিন (৬০) নামের এক প্রবাসী মারা গেছে। নিহত প্রবাসী উরকিরচর ইউনিয়নের হযরত মাওলানা মরহুম আহমদ হোসেন এর (মোল্লাবাড়ি) বাড়ির মরহুম জেবল হোসেনের পুত্র।
নিহতের নিকট আত্মীয় ওসমান গণি বলেছেন কামাল আবুধাবিতে সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ৭ আগস্ট অফিস থেকে মোটরসাইলে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তিনি মারা যান। নিহত কামাল উদ্দিনের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।