সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গত বুধবার (১৭ মার্চ)।
কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর, সহ-সভাপতি মোহাম্মদ জামশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন, মোহাম্মদ কামরুল ইসলাম, মোজাম্মেল চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আইয়ুব, সজল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ছাত্র-ছাত্রীদের ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।