আবুতোরাব উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৭ ব্যাচের পুনর্মিলনী

| সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন’ এই প্রতিপাদ্যে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৭ ব্যাচের ১ম পুনর্মিলনী গত ২০ জুন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আরিফ মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল, ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন, প্রাক্তন শিক্ষক ইউনুছ মিয়া, শিক্ষক আনন্দ বংশ মহাস্থবির। প্রধান অতিথি বলেন, আমিও তোমাদের বন্ধু, তোমাদের সাথে আমিও ৯৭ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তাই, তোমাদের সুখে, দুখে আমাকে সব সময় পাশে পাবে। তিনি আরো বলেন, অতি শীঘ্রই বিদ্যালয়ে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করব। যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপেয় পানির সমস্যা দূর হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক নুরের ছাফা, সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক বন্ধু মহিম চৌধুরী।

উপস্থিত ছিলেন শ্যামল বড়ুয়া, রেজাউল করিম, মহিম, মামুন, আরিফ মাস্টার, প্রবাসী আরিফ, আরিফ ভূইয়া, আবু নাঈম, নুরুল করিম লিটন, মির হোসাইন, আবু হেনা, জাহেদ চৌধুরী, মঞ্জু, রব্বানী, জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন, মোস্তাফিজ, জাহেদ ভূইয়া, জাবেদ ভূইয়া, হক সাব, দুলু বড়ুয়া, সুনীল মহারাজ, তুহিন বড়ুয়া, নজরুল, তৌহিদ, শহিদ, হানিফ, আরিফ, রাজীব, সুজন, রতন, আকবর, মীর আলতাফ হোসেন সিপন, ফখরুল ইসলাম শিপন, সাইফুল, দিলীপ, জসিম, নাজিম, ইকবাল, মঈনুদ্দিন, তাজুল, শরীফ প্রমুখ। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিকল্প পথে স্বাভাবিক হচ্ছে সেন্টমার্টিন নৌ-যোগাযোগ
পরবর্তী নিবন্ধইট দিয়ে বৃদ্ধের মাথা ফাটাল নেশাগ্রস্ত ছেলে