কলকাতার সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের পদযাত্রা হয়েছিল ২০১৩ সালে। এক দশক পেরিয়ে তিনি এখন সেখানকার প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন। কাজ করেছেন শীর্ষস্থানীয় নির্মাতা ও তারকাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন জয়া। নাম ‘পুতুলনাচের ইতিকথা’। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। বানাচ্ছেন সুমন মুখোপাধ্যায়। এই সিনেমায় জয়া আহসান অভিনয় করবেন কুসুম নামের চরিত্রে। তার সঙ্গে সিনেমাটিতে থাকছেন টালিউডের প্রথম সারির দুই তারকা আবির চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। তাদের দু’জনের চরিত্রের নাম যথাক্রমে শশী ও কুমুদ। নির্মাতা সুমন জানিয়েছেন, সিনেমাটিতে শশী তথা আবিরের চরিত্রটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষ্য, ‘আমার মতে মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’ জয়া, আবির ও পরমব্রতকে নির্বাচন করার বিষয়ে নির্মাতা বলেন, এই সিনেমার জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা ও বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি সিনেমাটির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।’