আবির্ভাব’র উদ্যোগে আলোচনা সভা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

উদ্যোক্তাদের সংগঠন আবির্ভাব’র কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা গত ১০ মে নগরীর মোমিন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করার জন্য হয়ে আবির্ভাবের উদ্যোগে নেটওয়ার্কিং ও সহায়তা সেবা চালু করার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে তন্ময় সেনকে সভাপতি, মারলিন ফ্লোরী ডায়েস সহসভাপতি করে রাজলক্ষ্মী চত্রুবর্তী সদস্য হিসেবে নির্বাচিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চয়নিকা মজুমদার, উপমা সেনগুপ্ত, জয়া দাশ ও টুম্পা দাশ, লিপন বসাক, অন্যতমা সেনগুপ্ত ও তুলতুল দাশ, মিতা চৌধুরী বিশ্বাস, অনিন্দিতা দাশ ও অর্পিতা সরকার, মিতু সেন, কণিকা দত্ত, শিখি সরকার, সুক্তা চৌধুরী, শারমিন আক্তার, পিংকি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠিন চাপে ভারত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় আওয়ামী লীগ নেতার গোয়ালঘর থেকে উদ্ধার হল অস্ত্র ও গুলি