আবিদা সুলতানা চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট নির্বাচিত

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত আবিদা সুলতানা। চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় নিয়মতান্ত্রিকভাবে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন গত ৩০ নভেম্বর চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে আবিদা সুলতানা আগামী ২ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডা. মুনাল মাহবুব ও লুৎমিলা ফরিদ এবং ভাইস প্রেসিডেন্ট পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন নিশাত ইমরান, সীমা খাতুন, সুলতানা নুরজাহান রোজী ও শামীম মোর্শেদ। পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন যথাক্রমে গুলশানা আলী, সাবেরা সরওয়ার নীনা, রোকসানা আক্তার চৌধুরী রুহী মোস্তফা, রেখা আলম, জেসমিন আক্তার, আয়েশা ফারহা চৌধুরী, কাজী তুহিনা আক্তার, সাভিনা ইকরাম সিরাজী, নূর আকতার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, বেবী হাসান, সৈয়দা কামরুন নাহার, আকলিমা আক্তার, আমেনা শাহীন, মেহেরুবা মাহবুব, সারিস্ত বিন্তে নূর, চৌধুরী জুবাইরা সাকী, রাহানুমা মরিয়ম ও সুবর্ণ দে। উল্লেখ্য, গত ২২ অক্টোবর সিডব্লিওসিসিআই’র নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ১৭ অক্টোবর সিডব্লিওসিসিআই’র নির্বাচন পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীনকে প্রধান করে, এসএমই ফাউন্ডেশনের মহাব্যস্থাপক নাজিম হাসান সাত্তার ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আতিক জাফরকে সহকারী নির্বাচন কমিশনার করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড এবং অ্যাডভোকেট দিল আফরোজকে প্রধান করে অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন এবং অ্যাডভোকেট শিরিন সুলতানা চৌধুরীকে সহকারী করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আখতার বানু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ