দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডান দ্বৈরথ এখন আর তেমন উত্তেজনা ছড়ায় না। কখন যে এই দু দলের খেলা হচ্ছে সেটা খেয়ালও রাখে না কেউই। দেশের ফুটবলের সেরা আসর বাংলাদেশ লিগে এই দু’দলের লড়াইটি আবার ড্র হয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আবাহনী ও মোহামেডানের ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।
করোনা আক্রান্ত মোহামেডান বেশ দাপটের সাথেই খেলেছে আবাহনীর বিপক্ষে। খেলার ২০ মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি পেয়েছিল মোহামেডান। কিন্তু ইয়াসানের শট ফিরে পোস্টে লেগে। একটু পর ক্যামেরুনের এই ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন আবাহনীর গোল রক্ষক শহীদুল আলম সোহেল। ৩০ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। একাধিক সুযোগ মিস করা ইয়াসান দারুন শটে গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফিরে আবাহনী। বেলফোর্টের চমৎকার গোলে সমতা ফেরায় আবাহনী। ৫৫ মিনিটে গোল পেতে পারতেন মামুনুল ইসলাম। কিন্তু আবাহনীর এই অভিজ্ঞ মিডফিল্ডারের কর্নার ফিরে পোস্টে লেগে। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু আর গোল আদায় করতে পারেনি। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে।