সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে ওপিএ। টানা ৫ খেলায় পরাজয় দেখার পর ৬ষ্ঠ রাউন্ডের এসে তারা ২ রানে পরাজিত করে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়রকে। গতকাল শুক্রবার লিগের ‘এ’ গ্রুপের একমাত্র খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ওপিএ। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৯৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৫৩ থেকে। আবাহনী জুনিয়রের বোলাররা ৪৮ রান দেন ওয়াইড বল করে। ওপিএ দলের পক্ষে হুমায়ুন কবির চৌধুরী ৪৯,বিশপ চৌধুরী ২৯,ইশতিয়াক ইসলাম ইশাদ ২২ এবং আবু সাইদ আফিফ ১৫ রান করেন। ১১ রানকরে অপরাজিত থাকেন মো. সাকিব। চট্টগ্রাম আবাহনী জুনিয়রের পক্ষে ২টি উইকেট পান মিনহাজ উদ্দিন। বাকি ছয় বোলার ১টি করে উইকেট দখল করেন। জবাব দিতে নেমে আবাহনী জুনিয়রের তীরে এসে তরী ডোবে। ৩৬.১ ওভার খেলে ১৯২ রানে অল আউট হয়ে তারা। দলের পক্ষে নাজমুল হাসান রাফি ৫০,মিজানুর রহমান ৪৮, মো. সোহেল ২৮,আশরাফুল রাব্বী ২৭ এবং ওসমান গনি শাহেদ অপরাজিত ১৩ রান করেন। অতিরিক্ত রান হয় ২১। ওপিএ দলের ইশতিয়াক ইসলাম ইশাদ ৪৩ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান আবু সাইদ আফিফ। তিন বোলার পান ১টি করে উইকেট। ওপিএ ৬ খেলা শেষে ৩ এবং আবাহনী জুনিয়র ১০ পয়েন্ট পেয়েছে।












