আবাহনীর জয়ের দিনে মোহামেডানের হার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

আগেরদিন আবাহনী-মোহামেডান দুই ঐতিহ্যবাহী একসাথে হেরে গেলেও গতকাল আবাহনী জয় পেয়েছে কিন্তু হার দেখেছে মোহামেডান। মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের ব্যাটিং ঝলকে জয়ে ফিরে আবাহনী। তাদের হাফসেঞ্চুরিতে বৃথা গেছে সৌম্য সরকারের ফিফটি। বাঁহাতি ব্যাটসম্যানের ৬৭ রানে ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছিল ১৫০ রান। তবে মুশফিক-মোসাদ্দেক ঝলকে ১২ বল আগেই ৭ উইকেটের সহজ জয় পায় আবাহনী। গতকাল মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেকবার জ্বলে উঠেছিল সৌম্যর ব্যাট। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও শেষে আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। মুশফিক-মোসাদ্দেকের দুটো ইনিংসে ম্লান হয়ে গেছে তার ইনিংসটি। মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে, আর মোসাদ্দেক খেলা শেষ করেছেন হার না মানা ৫০ রান নিয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ দারুণ শুরু পায় দুই ওপেনার সৌম্য ও মেহেদী হাসানের ব্যাটে। মেহেদী ৩২ বলে ৪৩ রানে আউট হলেও সৌম্য টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি পেয়েছেন। আগের ম্যাচে ৫৩ রানের ইনিংস খেলার পর গতকাল খেললেন ৬৭ রানের ইনিংস। ৫০ বলে ৬ চার ও ২ ছক্কায় সৌম্য নিজের ইনিংসটি সাজিয়েছেন। বাকি ব্যাটসম্যানদের কেউ ভালো না করতে পারায় ১৫০ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। আবাহনীর শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। ১৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৮ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে আবাহনী। তবে মুশফিক-মোসাদ্দেকের দৃঢ়তায় ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব। এই দুজন অবিচ্ছন্ন ১০৫ রানের জুটি গড়েন। মুশফিক ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে মোসাদ্দেক ২৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবদের মোহামেডান টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখে। বৃষ্টির কারণে খেলা গড়ায় দলপ্রতি ৬ ওভার করে। আর সেখানেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে হারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বিকেএসপির ৪ নাম্বার মাঠে দোলেশ্বরের দেওয়া ৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। দলীয় সর্বোচ্চ ১৪ বলে ২২ রান করেন অধিনায়ক সাকিব। দোলেশ্বর বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরান উজ্জামান ও শামীম হোসেনে ঝড়ো ব্যাটে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানের ভালো সংগ্রহ পায় দোলেশ্বর। ইমরান ১৪ বলে ২টি চার ও ৫টি চক্কায় ৪১ রান করেন। আর শামীম ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। মোহামেডানের আবু জায়েদ রাহী ২টি উইকেট দখল করেন। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দোলেশ্বর। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।

পূর্ববর্তী নিবন্ধবাড়তি টিকা এখনি দান না করলে নষ্ট হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাব সমূহের জ্ঞাতার্থে