নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের একটি আবাসিক হোটেল থেকে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে স্টেশন রোডের হোটেল গার্ডেন সিটি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই কিশোরীকে ভাত খাওয়ানোর কথা বলে রাস্তা থেকে ফুসলিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই হোটেলের ম্যানেজার আবদুল আহাদ (৪৫) এবং খলিলুর রহমান (৪০) নামের ভ্রাম্যমান বীজ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খলিলুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। কিশোরীর বাবা থানায় হাজির হয়ে গ্রেপ্তার দুইজনকে আসামি করে মামলা করেছে। ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, স্টেশন রোডের হোটেল গার্ডেন সিটিতে এক ইয়াবা ব্যবসায়ী অবস্থান করার খবর পেয়ে রাত দুইটায় অভিযানে যায় কোতোয়ালী পুলিশের একটি টিম। এসময় হোটেলটির একটি কক্ষে এক কিশোরীকে দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে ওই কক্ষে গিয়ে খলিল নামের ওই ব্যক্তিকে পাওয়া যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই কিশোরী অভিযোগ করে বলে, ভাত খাওয়ানোর কথা বলে খলিল তাকে হোটেলে এনে ধর্ষণ করেছে। এরপর ওই কিশোরীকে থানায় এনে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে কিশোরীর বাবা থানায় আসে। ওই কিশোরীর বাবা জানিয়েছেন, রোববার রাতে কিশোরীকে তার মা বকাঝকা করেছে। এরপর বাসার অন্যদের অজান্তে সে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল।












