চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আবাসিক হলে আর কোনো ভোটকেন্দ্র থাকছে না। এবারের ভোট অনুষ্ঠিত হবে কেবল অনুষদ ভবনে। একই সঙ্গে ১৭টি নির্বাচনী আচরণবিধিও ঘোষণা করেছে চাকসু নির্বাচন পরিচালনা কমিশন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। সভায় প্রার্থী, ভোটার ও সংবাদকর্মীদের জন্য আচরণবিধির ১৭টি নির্দেশনা পড়ে শোনান কমিশনার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
নির্বাচনী বিধান অনুযায়ী, প্রার্থীরা ভোটের আগের দিন প্রচারণা চালাতে পারবেন না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যার পর মাইক ব্যবহারেও থাকবে কড়াকড়ি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় মানহানি, ব্যক্তিগত আক্রমণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া কোনো ভবন, খুঁটি বা স্থাপনায় পোস্টার লাগানো যাবে না এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রার্থীরা কোনো সংগঠন, ক্লাব বা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনে আর্থিক লেনদেন, অনুদান বা চাঁদা গ্রহণও সম্পূর্ণ নিষিদ্ধ। মেয়েদের হলে প্রচারণায় গেলে প্রার্থীদের রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে। পাশাপাশি প্রচারণা ও ভোট চলাকালে বিস্ফোরক বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অনুষদ ভবনে ভোটকেন্দ্র রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আবাসিক শিক্ষার্থীর তুলনায় অনাবাসিক শিক্ষার্থী বেশি। তারা অনুষদ ভবনের পরিবেশ ভালোভাবে চেনে। এজন্য এবারের ভোট অনুষদেই নেওয়া হবে। তিনি আরও বলেন, চাকসু নির্বাচনে কোনো সংঘাতের আশঙ্কা নেই। সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও শহীদ আবদুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী, আইন অনুষদের ডিন অধ্যাপক মু. জাফর উল্লাহ তালুকদার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. জাহেদুর রহমান চৌধুরী এবং শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ বেগম ইসমত আরা হক।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসুর ভোটগ্রহণ হবে। খসড়া তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৬৬ জন। আজ ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে চাকসু নির্বাচন কমিশন।












