আবাসিক গ্যাস গ্রাহকদের জামানতের টাকা ফেরতের সিদ্ধান্ত অমানবিক

গ্রাহক পরিষদের সভায় শাহাদাত

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও চট্টগ্রামের উন্নয়নে সরকার সব সময় উদাসীন। দীর্ঘ ছয় বছর ধরে এ অঞ্চলের বাণিজ্যিক ও আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকায় ছোট-বড় কলকারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও ছয় বছর ধরে প্রতীক্ষায় থাকা ২৫ হাজার আবাসিক গ্যাস গ্রাহকদের জামানতের টাকা ফেরতের সিদ্ধান্ত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর সাথে প্রতারণার শামিল। গত শনিবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ডা. শাহাদাত আবাসিক গ্যাস সংযোগের অপেক্ষায় থাকা গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানান এবং তাদের সংযোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি এসএম নুরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জানে আলম, সহ সভাপতি এয়ার মোহাম্মদ, কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়া, ১৫ নম্বর বাকমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, পরিষদের সহসাধারণ সম্পাদক আসাদু রহমান টিপু, মোহাম্মদ সেলিম, ঠিকাদার কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল, বাইজিদ হোসেন ডালি, মোহাম্মদ নুর নবী, মোহাম্মদ ফারুক আকবর, সাইদুল ইসলাম শহিদ, আবদুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিক্রি চলবে : ফজলে করিম
পরবর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে প্রস্তুতির তাগিদ