আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ চালুর দাবি

গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিকদের স্মারকলিপি

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিক ইউনিয়ন। এই দাবিতে ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় তারা বলেন, পেট্টোবাংলার অধীনস্থ বিতরণ কোম্পানিগুলোতে গ্যাস পাইন লাইন নির্মাণ শ্রমিকের সংখ্যা এক লাখের বেশি। দীর্ঘদিন আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকায় নতুন কাজ না থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসার উপক্রম হয়েছে। বাসা ভাড়া, ওষুধ খরচ ও দৈনন্দিন বিভিন্ন খরচ মিটিয়ে দু-বেলা খাওয়া কষ্টদায়ক। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে নিরাপদ পাইন লাইনের মাধ্যমে আবাসিক খাতসহ সকল ধরনের গ্যাস সংযোগ প্রদান করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সেলিম ও দপ্তর সম্পাদক মো. ইমন হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরিচ্যুত লোকোমাস্টারদের অবিলম্বে পুনর্বহাল দাবি
পরবর্তী নিবন্ধভোক্তাদের ক্ষমতায়ন না হলে বাজার নিয়ন্ত্রণ হবে না