নগরীর পাঁচলাইশে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে আনোয়ার ট্রেডিং কর্পোরেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ২ দিনের মধ্যে সিলিন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের গণশুনানিতে অভিযোগের পর জেলা প্রশাসকের নির্দেশে গতকাল এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড মো. মাসুদ রানা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আজাদীকে বলেন, প্রতি বুধবার জেলা প্রশাসক গণশুনানি করেন। এতে সাধারণ মানুষ নানান অভিযোগ তুলে ধরেন। আজকের (গতকাল) গণশুনানিতে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের ভক্তপুরের এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে এরকমই এক অভিযোগ নিয়ে আসেন। এলাকাবাসী তাদের আবাসিক এলাকায় এলপিজি সিলিন্ডার মজুদের কারণে নানা সমস্যার কথা তুলে ধরেন। একপর্যায়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন। সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে পরিচালিত আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামের ব্যবসা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করি। পাশাপাশি মজুদকৃত গ্যাস সিলিন্ডার দুই দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করি।
ম্যাজিস্ট্রেট বলেন, কয়েক হাজার গ্যাস সিলিন্ডার নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছিল আনোয়ার ট্রেডিং কর্পোরেশন। এতে মানুষের জানমালের ব্যাপক হানির শঙ্কা ছিল। তাৎক্ষণিক পরিচালিত অভিযানে প্রতিকার পেয়ে এলাকাবাসী জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।