চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার আব্বাস পাড়া একটি আবাসিক এলাকা। যেখানে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ইট–কংকর ভাঙার ব্যবসা চালিয়ে আসছে। এ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে। প্রথমত, ইট–কংকর ভাঙার ফলে প্রচুর ধুলাবালি বাতাসে মিশে যাচ্ছে, যা শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে, অ্যাজমা ও শ্বাসযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন এমন বাসিন্দাদের জন্য এটি ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধুলাবালির কারণে বাসাবাড়ির আসবাবপত্র নোংরা হয়ে যাচ্ছে, এবং ঘর পরিষ্কার রাখাও কষ্টকর হয়ে পড়েছে। দ্বিতীয়ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে, যা মারাত্মক শব্দদূষণ সৃষ্টি করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, কর্মজীবীরা স্বস্তিতে বিশ্রাম নিতে পারছেন না। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিক কথোপকথনেও সমস্যা হচ্ছে। অনেকে গরমের দিনগুলোতেও দরজা–জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, যা স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর কোনো সমাধান পাননি। অতএব, যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই অবৈধ ও ক্ষতিকর ব্যবসা বন্ধ করা হোক অথবা এটিকে অনাবাসিক এলাকায় স্থানান্তর করা হোক।
সাইমা হাসান
শিক্ষার্থী, অনার্স ৩য় বর্ষ, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।