বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ.এম মুজিবুল হক শুক্কুর এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৫ হাজার গ্রাহকের সাথে কেজিডিসিএল কর্তৃপক্ষ আবাসিকে গ্যাস সংযোগের চুক্তি সম্পাদন করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করেছে। ওই টাকা ব্যাংকে রেখে বছরের পর বছর লভ্যাংশ পেয়েছে, কেজিডিসিএল কর্তৃপক্ষ দীর্ঘ ৬ বছর যাবৎ গ্রাহকদের গ্যাস সংযোগ না দিয়ে উল্টো এখন তাদের জামানতের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় তা চট্টগ্রামবাসীর জন্য ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ বলেন, আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়া সত্বেও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চট্টল বিদ্বেষী ও স্বার্থন্বেষী একটি মহলের ষড়যন্ত্রের কারণে চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জনস্বার্থে প্রত্যাহার করা না হলে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়ন করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












