আবারও ভারতীয় বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছে। এবার এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে যাত্রীরা বোমার আতঙ্কে ভুক্তভোগী হয়েছেন। তাদের নিয়ে বিমানটি ছত্তিশগড়ের রায়পুরে জরুরি অবতরণ করেছে। খবর বাংলানিউজের।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এতথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ও ক্রুসহ ১৯৩ জন আরোহীসহ এয়ার ইন্ডিগোর ফ্লাইটটি মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার কথা। কিন্তু হঠাৎ ফ্লাইটে বোম আছে এমন তথ্য পাওয়া যায়। পরে সেটিকে আকাশ থেকে নামিয়ে আনা হয়। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, নাগপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা ওই বিমানটির বিষয়ে হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়। পরে বিমানটি সকাল ৯টার পরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে বোমাতঙ্কের বিষয়টি প্রথম দিকে যাত্রীদের জানানো হয়নি। তবে তারা বুঝতে পারছিলেন কোনো একটা সমস্যা হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সন্তোষ সিং আরও বলেন, বিমান কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি আগাগোড়া পরীক্ষা করছেন। এর আগে বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। পরে বেশ সময় নিয়ে সেটি তল্লাশি করে সংশ্লিষ্টরা।