২০১৭ সালে দায়িত্ব ছেড়ে দেওয়া চান্দিকা হাথুরুসিংহে আবার ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে। এই শ্রীলঙ্কানকেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের কোচ হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে ফেব্রুয়ারি থেকে। খবর বিডিনিউজের।
গত মাসে রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পর হাথুরুসিংহের কোচ হয়ে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটে। গতকাল মঙ্গলবার ক্রিকেট নিউ সাউথ ওয়েলস বিবৃতিতে জানায়, তাদের সহকারী কোচের পদ ছেড়ে দিয়েছেন লঙ্কান এই কোচ। তাতেই চিত্র পরিষ্কার হয়ে যায় অনেকটা। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় আনুষ্ঠানিক ঘোষণা।
বিসিবি প্রধান নাজমুল হোসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিন সংস্করণের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে হাথুরুসিংহেকে। তাতে সংস্করণ ভেদে আলাদা কোচের আগের ঘোষণা থেকে সরে এলো বিসিবি। হাথুরুসিংহের সহকারী কোচ হওয়ার জন্য বিসিবি ৫ জনের তালিকা করেছে বলেও জানান বিসিবি সভাপতি। সামনে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।












