আবার ফিরে পেতে ইচ্ছে করে
সেই পাহাড়–অরণ্য ঘেরা প্রকৃতি
উদাস দুপুরে যেখানে ঘুঘুর ঘু–ঘু ডাকে
মন হারিয়ে যায় স্মৃতির সরণ–বাঁকে,
পথিকের পদচিহ্ন বুকে নিয়ে পথ বয়ে যায়
সুদূরের পানে।
আবার ফিরে পেতে ইচ্ছে করে
সেই পাহাড়–অরণ্যময় প্রকৃতি
যখানে আকাশ নেমে আসে পাহাড়ের চূড়ায়
আকাশের সাথে পাহাড়ের প্রেম হয়!
আবার ফিরে যেতে ইচ্ছে করে
সেই পাহাড়–অরণ্য ঘেরা প্রাণ–প্রকৃতির মাঝে
যেখানে রাত বিরাতে ডাহুক ডেকে যায়
ক্লান্তিহীন সকরুণ সুরে।
যাপিত জীবনের বর্ণিল সুদীর্ঘ কাল
কেটেছে যেখানে
প্রকৃতির সেই স্বর্গের মাঝে
আবার ফিরে যেতে ইচ্ছে করে।