আবার পিছিয়ে গেল লংকান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাস বারবার পথ আটকাচ্ছে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল)। ভাইরাসটির কারণে এলপিএল আরেক দফা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে জানানো হয়েছে আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির প্রথম আসর। এলপিএলের প্রথম আসরটি শুরু হওয়ার কথা ছিল গত ২৮ আগস্ট। করোনার কারণে সেটা সম্ভব হয়নি। পরে করোনা পরিস্থিতি ও বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য সিরিজের কথা ভেবে এলসিএল শুরুর দিন নির্ধারণ করা হয় ১৪ নভেম্বর। তৃতীয় দফা পিছিয়ে সেটা এখন করা হলো ২১ নভেম্বর। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকার সুযোগ করে দিতেই এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল খেলা ক্রিকেটারদের পাওয়ার চিন্তাও এতে ভূমিকা রেখেছে। টুর্নামেন্ট পরিচালক রবিন বিক্রামাত্নে বলেন, সূচির এই বদলে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদেরও এলপিএল খেলার সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট পেছানোর পাশাপাশি প্লেয়ার ড্রাফটের সময়ও পেছানো হয়েছে। টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু সেটা এখন হবে ৯ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল নিয়ে সৌদি আরবে এখনো দ্বিধা
পরবর্তী নিবন্ধফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা