দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট। যারা চলতি বছরেও প্রশংসা কুড়াচ্ছেন ‘৯ মাস’ অ্যালবামের মাধ্যমে। যেখানে স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে বীর বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া থেকে শুরু করে দীর্ঘ ৯ মাসের যুদ্ধদিনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এমন কনসেপ্টে এর আগে আর কোনও ব্যান্ড কাজ করেনি। তবে সেটি ছাপিয়ে ব্যান্ডটির বেশ পুরনো কিংবা প্রায় হারিয়ে যাওয়া একটি গান নতুন করে প্রকাশ হলো অন্তর্জালে। ১৮ আগস্ট প্রকাশিত গানের নাম ‘তেপান্তর’।
যা সিডি ও ব্যান্ড মিক্সড আমলে প্রকাশ হয়েছিলো ‘হাতিয়ার’ নামের অ্যালবামে। এরমধ্যে সিডি ক্যাসেটের অধ্যায়ে ইতি ঘটেছে। গানটিও সে অর্থে চাপা পড়ে ছিলো। মূলত সেই ভাবনা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ গানটিকে নতুন গ্রাফিক্সে প্রকাশ করেছে ইউটিউবে।
‘তেপান্তর’র সুর ও সংগীতায়োজন করেছিলেন ক্রিপটিক ফেইট সদস্যরা। প্রযোজক নাজমুল হক ভুঁইয়া খালেদ জানান, অডিও সিডির যুগে বেশ কিছু ব্যান্ড মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে। যার অনেক গানই সিডি ছাড়া আলাদাভাবে প্রকাশ করা হয়নি। ক্রিপটিক ফেইটের ‘তেপান্তর’ তেমনই একটি গান, যা রেকর্ড করা হয়েছিল দেশের সবচেয়ে বড় ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’–এর জন্য।
সিডি এখন বিলুপ্ত প্রায়। তাই শ্রোতার প্রত্যাশা পূরণে গানটি নতুন করে জি–সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ক্রিপটিক ফেইটের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।