দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ার কোচ জেমি সিডন্স। গতকাল বুধবার বিকেল তিনি ঢাকা পৌঁছেন। আগেই জানা ছিল তিনি আসছেন। তবে এ অস্ট্রেলিয়ান আবার কোন পরিচয়ে কাজ করবেন, তার পদবি কী হবে- ব্যাটিং কোচ নাকি ব্যাটিং উপদেষ্টা। তিনি আসলে কোথায় কাজ করবেন। শুধুই জাতীয় দলের হয়ে নাকি এইচপি ও ‘এ’ টিম কিংবা ‘বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করবেন। জানা গেছে তার সঙ্গে আলাপ আলোচনা করেই হয়তো করণীয় বুঝিয়ে দেবে বিসিবি। বিসিবি ও ক্রিকেট অপারেশন্স কমিটি আপাতত বিষয়টি পরিষ্কার করেনি।
২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের হেড কোচ পদে নিয়োগ পেয়েছিলেন জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি ছিলেন টাইগারদের হেড কোচ। তারপর টিম বাংলাদেশের সঙ্গে বিচ্ছেদ ঘটে এ অস্ট্রেলিয়ানের। ১১ বছর পর আবার তিনি বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। হবেন টিম বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ। আাফগানিস্তানের সঙ্গে সিরিজে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে সিডন্সকে।