নগরীর ৪১টি ওয়ার্ডসহ জেলার ১৫ উপজেলা এবং ১৫টি পৌরসভায় আজ বৃহস্পতিবার থেকে আবার টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় শুরু হচ্ছে। মোট ৮৪ জন ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যের টিসিবির এসব পণ্য পাবেন চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন রেশন কার্ডধারির পরিবার। এবার চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের পাশাপাশি যুক্ত হচ্ছে ছোলাও।
সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নেওয়া এ উদ্যোগ দুই ধাপে বাস্তবায়িত হচ্ছে। এর আগে ১৯ মার্চ থেকে প্রথম ধাপের পণ্য বিক্রি শুরু হয়েছিল। শেষ হয়েছিল ৩০ মার্চ। আজ থেকে প্রথম পর্যায়ের অবশিষ্ট অংশের পণ্য বিতরণ শুরু হচ্ছে। এরপর রমজানের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ আজাদীকে বলেন, বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হচ্ছে। নগরীর পাশাপাশি উপজেলা ও পৌরসভা পর্যায়ে ডিলারের মাধ্যমে টিসিবির এসব পণ্য বিক্রি হবে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, টিসিবির এ কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে মনিটরিং কমিটি, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ট্যাগ টিম জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। প্যাকেজিং পক্রিয়া যথাযথ ও স্বচ্ছ হচ্ছে কিনা তা তদারকির জন্য ৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক সিটি কর্পোরেশন এবং ১৫টি উপজেলার কার্যক্রম মনিটরিং করছেন। উপজেলা পর্যায়েও সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ মনিটরিং টিম স্থানীয়ভাবে টিসিবির কার্যক্রম তদারকি করছেন।