হার দিয়ে টপ এন্ড টি–টেয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছিল নুরুল হাসান সোহানের দল। কিন্তু তৃতীয় ম্যাচে আবার হারের বৃত্তে। তবে চতুর্থ ম্যাচে এসে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ১১ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ৭ নাম্বারে। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। ৪ উইকেটে ১৭২ রান তোলেন সোহানরা। জবাবে ৭ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দার্ন টেরিটরি। বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার নাইম শেখ আর জিসান আলমের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ ‘এ’। ২১ বলে তারা সংগ্রহ করে ৫৫ রান। ১১ বলে ৬টি চারের সাহায্যে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙ্গে এজুটি। আগের শ্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ হলেন সাইফ হাসান। ফিরেছেন ১০ বলে ৩ রান করে। আফিফের সাথে তৃতীয় উইকেটে বেশিদুর এগুতে পারেননি জিসান। ফিরেছেন জিসান ২৩ বলে ৩টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩০ রান করে। চতুর্থ উইকেটে আফিফ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে যোগ করেন ৪৩ রান। সোহান ২৩ বলে ৫ টি চার আর ১টি ছক্কার সাহায্যে ফিরেন ৩৫ রান করে। তবে দলকে টেনেছেন আফিফ হোসেন। আফিফ ৪০ বলে করেন অপরাজিত ৪১ রান। মেরেছেন ৪টি চার। শেষ দিকে ইয়াসির আলি ১৩ বলে ২ চার আর ১ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেললে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস গিয়ে দাড়ায় ১৭২ রানে। জবাবে ব্যাট করতে নামা নর্দার্ন টেরিটরি স্ট্রাইক শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দুই ওপেনার ফিরেন ১৬ রানে। ২৪ রানে স্বাগতিকরা হারায় ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে কনর কারল এবং জর্ডান সিল্ক ৮২ রান যোগ করে স্বাগতিকদের ম্যাচে রেখেছিলেন। কিন্তু এজুটি ভাঙ্গার পর দ্রুত উইকেট হারাতে থাকে নর্দার্ন টেরিটরি। মাত্র ৮ রানের ব্যবধানে ফিরেন দুই সেট ব্যাটার। কনর কারল ৩০ বলে ৪৩ আর জর্ডান সিল্ক ৪১ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। শেষ ৬ ওভারে ৫৯ রান দরকার ছিল নর্দার্নের। হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে রাকিবুল হাসান–হাসান মাহমুদরা দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের কোণঠাসা করে দেন। ১৮তম ওভারে হাসান মাহমুদ ৩ আর শেষ ওভারে দেন মাত্র ৬ রান। আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশ ‘এ’ দলের। শেষ দিকে টম এন্ড্রস ১৬ বলে ১৮ এবং ক্যাডেল ম্যাকমাহন করেন ৯ বলে ১০ রান। আর তাতেই ১৫০ রানে থামে নর্দার্ন টেরিটরির ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে হাসান মাহমুদ ২৩ রানে ২টি, তোফায়েল আহমেদ ২৬ রানে আর রাকিবুল হাসান ২২ রানে শিকার করেন ২টি করে উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন নুরুল হাসান সোহান।