আবার এলো কি বৈশাখ

আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

আবার এলো কি বৈশাখ?

তোর আর আমার মিলিত প্রথম

বৈশাখের সেদিনটা মনে করে দেখ

শতশত জোড়া চোখ এড়িয়ে

তুই আর আমি চোখাচোখি

গেছি একে অপরের ভেতর হারিয়ে।

কালো মেঘে এলো ঢেকে ঝড়

পড়ে যেতে যেতে আমি

জড়িয়ে ধরলাম তোকে, হা ঈশ্বর!

ক্লান্ত দুটি চোখ ম্লান আলোয় দেখল

আলোহীন দেয়াল সুগভীর

পাহাড়ের কোলে হেসে নেমে গেল।

কতগুলো বছর কেটে গেলো

এবার বৈশাখে আয়

মিলিয়ে নিই ভুল করা অংকটা।

বৈশাখী মেঘটা যাচ্ছে সরে

বয়ে ভাসবে জীবনে আলোকচ্ছটা।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষের আলিঙ্গন
পরবর্তী নিবন্ধবর্ষবরণ