আবার ‘ইমরান শো’এবারের শিল্পী চন্দন সিনহা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

গত ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল সঙ্গীতশিল্পী চন্দন সিনহা ও গীতিকার কবির বকুল জুটির গান নিয়ে বিশেষ মিউজিক্যাল ম্যাগাজিন ‘ইমরান শো’। অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রথমবারের মত উপস্থাপনা করেছিলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ঐ অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া ৭টি গান পরিবেশন করেন এই প্রজন্মের ১০ জন প্রতিষ্ঠিত শিল্পী। সে সময় অনুষ্ঠানটি অনেক প্রশংসিত হয়েছিল। আবার হতে যাচ্ছে ‘ইমরান শো’। তবে এবার একটু ভিন্নভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবার চন্দন সিনহা তাঁর গাওয়া ৬টি গান নিজেই পরিবেশন করবেন। একটি গানে চন্দনের সাথে থাকছেন সঙ্গীতশিল্পী কনা। এবারও সবকটি গানের গীতিকার কবির বকুল। সমপ্রতি এফডিসিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। আবার উপস্থাপনা নিয়ে ইমরান বলেন, গত ঈদে প্রথমবারের মত এ অনুষ্ঠান করে বেশ প্রশংসা পেয়েছি। তাছাড়া আমার খুবই পছন্দের এই জুটির সাথে চলচ্চিত্রে বেশ কিছু কাজ করা হয়েছে, বোঝাপড়াও ভাল। তাই এবারও করলাম, অনেক ভাল লাগলো। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় ৪র্থদিন বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশর্মিষ্টা-টুলুর হাতে অ্যাথলেটিক্সের বাটন ফেরাতে পারবে কি ট্র্যাকের সুদিন ?
পরবর্তী নিবন্ধনব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন