বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। কলকাতার অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সৌরভের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। ব্যথা বাড়তে থাকলে পরদিন তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে নেমে হেঁটে হাসপাতালে ঢোকেন সৌরভ। তবে এরই মধ্যে করানো ইকো ও ইসিজিতে তার সমস্যা ধরা পড়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।অবশ্য এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে সংবাদমাধ্যমগুলোয়। এ মাসের শুরুতই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। সে সময় কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ওই সময় কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার কথা। যার একটিতে স্টেন্টও বসানো হয়েছে।