আবারো হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৫৭ অপরাহ্ণ

হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে আরেকটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছোবাঘ ওই ফাঁদে আটকা পড়েছিলো।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ফাঁদ পাতা খামারি হালিম দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হালিমের মুরগী ফার্মে বসানো ফাঁদে এটি আটক হয়।

ওই ওয়ার্ডের হোসেন কাজীর বাড়ির আমির আহমদের পুত্র খামারি আবদুল হালিম জানান, প্রতিদিনের মতো আজ সকালেও খামারে গিয়ে দেখি ওই খাঁচায় আরেকটি মেছোবাঘ আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছোবাঘ আটকা পড়েছিলো তবে পবিত্র শবে বরাতের রাত ১ টার দিকে রেসকিউ করতে আসা টিমের সদস্যদের অসাবধানতা কারনে নেট ছিড়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে গিয়েছিলো।

হাটহাজারী উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দৈনিক আজাদী কে জানান, আমি ওই খাঁমারি সাথে যোগাযোগ করে মেছোবাঘটি রেসকিউ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান দৈনিক আজাদীকে জানান, আমি মেছোবাঘটি রেসকিউ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনি জানিয়ে দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধশবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য : চট্টগ্রামে সেই হুজুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়ল দুই বসতঘর