আবারো স্থগিত হল আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন। উচ্চ আদালতের আদেশে গতকাল রোববার ৬ সপ্তাহের জন্য চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে এই রায় দেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। তবে এই ইউনিয়নে ইউপি সদস্য পদে নির্বাচন হবে।
আনোয়ারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর নির্বাচনী যাচাই-বাছাইয়ের দিনে বটতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেলের প্রার্থীতা বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে দুই দফা আপিল করেও বৈধতা না পেয়ে উচ্চ আদালতে আপিল করেন তিনি। পরে আদালতের নির্দেশে গত সপ্তাহে প্রার্থীতা ফিরেও পেয়েছেন। কিন্তু গতকাল ফের ৬ সপ্তাহের জন্য চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। ফলে বটতলী ইউনিয়নে আগামী ৫ তারিখ অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শুধু ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, উচ্চ আদালতের নির্দেশে গতকাল বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।