আমেরিকান কনক্রিট ইন্সটিটিউটের (এসিআই) সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সম্মাননা “আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি” পুরষ্কার লাভ করে সেরাদের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার। টানা ৫ম বারের মতো এসিআই থেকে সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছে সংগঠনটি।
সাধারণত বছর জুড়ে চ্যাপ্টারের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সেরাদের স্বীকৃতি স্বরুপ “আউটস্ট্যান্ডিং বা এক্সিলেন্ট ইউনিভার্সিটি”খেতাব দিয়ে থাকে কেন্দ্রীয় এসিআই। এর উপর ভিত্তি করেই এই সম্মাননা অর্জন করেছে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট।
সম্মাননা পাওয়ার পর এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সভাপতি জোহায়ের মাহতাব উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ২০২৪ আমাদের জন্য সহজ ছিল না। চুয়েট একের পর এক করে তিনটি আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে। আমাদের দেশ এক ভয়াবহ বন্যা দুর্যোগের সম্মুখীন হয়েছে। কিন্তু সবকিছুর পরেও আমরা ইন-হাউস টেকনিক্যাল প্রতিযোগিতা, নির্মাণাধীন সাইট পরিদর্শন, পুনর্বাসন নির্মাণ কাজ এবং প্রদর্শনীর আয়োজন করেছি। এছাড়া, সদস্য শিক্ষার্থীরা অনেক জাতীয় প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে। এসব কার্যক্রমই আমাদের সুনাম বয়ে এনেছে। আমাদের চ্যাপ্টারের মূল শক্তি হলো আমাদের অফিসারদের প্রচেষ্টা ও নিবেদিত সদস্যদের অংশগ্রহণ। তাদের কঠোর পরিশ্রম ও মেধার ধারাবাহিকতা ছাড়া এই পুরস্কার অর্জন সম্ভব হতো না। সবশেষে, আমাদের অভিভাবক ও দিকনির্দেশক, সম্মানিত অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম স্যার আমাদের জন্যে কোনো প্রচেষ্টাই অসম্পূর্ণ রাখেননি। তার অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী বিচক্ষণতা আমাদের উৎকর্ষের জন্য অনুপ্রেরণা যুগিয়েছে।
এই অর্জনের ব্যাপারে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও চুয়েট চ্যাপ্টারের আউটস্টান্ডিং এওয়ার্ড ধরে রাখা অবশ্যই গৌরবের। এর জন্য আমি অনুষদ উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অফিসারদের সমন্বিত কমিটি ও কর্মঠ সদস্যদের সর্বোচ্চ কৃতিত্ব দিতে চাই। আশাকরি আগামী দিনগুলোতেও ভাল কাজের মাধ্যমে এই সংগঠন বিশ্বদরবারে আরও মর্যাদার আসনে আসীন হবে।
উল্লেখ্য, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট হচ্ছে কনক্রিট বিষয়ক আন্তর্জাতিক মানদন্ড উন্নয়নকারী সংগঠন। বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারগুলি। তারই অংশ হিসেবে ছয় বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠা পায় এসিআই চুয়েট চ্যাপ্টার। প্রতিষ্ঠার শুরু থেকেই অত্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করেছে যেগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতে একাডেমিক ও কারিগরি কাজে ভূমিকা রেখে আসছে।