আবারো মা হলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

আবারো মা হলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো এবারও সেরেনার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। নাম রেখেছেন আদিরা রিভার ওহানিয়ান। বড় মেয়ে অলিম্পিয়া ওহানিয়ানের ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি দেখা গিয়েছে। অলিম্পিয়ার জন্মের প্রায় ছ’বছর পরে সেরেনার দ্বিতীয় সন্তনের জন্ম হলো। তার স্বামী অ্যালেক্সিস লিখেছেন, ‘আমাদের বাড়ী এখন ভালবাসায় পরিপূর্ণ। মা এবং সদ্যোজাত মেয়ে দু’জনেই সুস্থ আছে।’ প্রসঙ্গত, অলিম্পিয়ার জন্মের সময় অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই কোর্টে নেমে ট্রফি জিতেছিলেন সেরেনা। কিন্তু পরের সন্তানের ক্ষেত্রে সেই ঝুঁকি নেননি তিনি। গত বছরের ইউএস ওপেনের সময়ই সিদ্ধান্ত নেন পেশাদার টেনিসজীবন থেকে সরে দাঁড়াবেন। টেনিসের বাইরে তার জীবন কেমন হতে চলেছে সেই প্রস্তুতি শুরু করে দেন। এ বছরের মে মাসে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। তখন থেকেই অপেক্ষার প্রহর গোণা শুরু হয়েছিল। বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা।

পূর্ববর্তী নিবন্ধঅনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ
পরবর্তী নিবন্ধসিজেকেএস কাবাডি লিগের ফলাফল