হারের বৃত্ত থেকে কোন রকমে বের হতে পারছেনা কলকাতা নাইট রাইডার্স। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচের মতো এ ম্যাচেও কলকাতা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর সেই ব্যর্থতায় শামিল হয়েছে বোলাররাও। যার ফল আরো একটি পরাজয়।
গতকালের হারের ফলে পয়েন্ট টেবিল পঞ্চম স্থানে নেমে গেছে কলকাতা। অপরদিকে কলকাতার সমান পয়েন্ট হলেও কিংস ইলেভেন পাঞ্জাব উঠে গেছে চতুর্থ স্থানে।
প্রথমে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে। তাদের মধ্যেই শুভমন গিল ৫৭, ইয়ন মরগান ৪০ এবং ফার্গুসন করেন ২৪ রান। পাঞ্জাবের পক্ষে শামি নিয়েছেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাব ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাহুল ২৮, মানদীপ সিং ৬৬ এবং ক্রিস গেইল ২৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।