আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা

রেজিস্ট্রেশন চলবে ২০ অক্টোবর পর্যন্ত

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ সেরা রাঁধুনী আবার শুরু হচ্ছে। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’ -এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়ে গেছে ৭ম আসরের রেজিস্ট্রেশন। রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা সেরা রাঁধুনী প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। গত ২০ সেপ্টেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার তিন বিচারক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী পূর্ণিমাসহ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন, পারভেজ সাইফুল ইসলাম। সেরা রাঁধুনী প্রতিযোগিতার রেজিস্ট্রেশন গতকাল থেকে শুরু হয়েছে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট www.sheraradhuni.com -এ সাবমিট কিংবা সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠিয়ে দেয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুনতীর আহমদ শাহ (রহ.)’র ইছালে ছওয়াব মাহফিল
পরবর্তী নিবন্ধনুয়েসলা কার্যকরী পরিষদের অভিষেক