আবারও বিয়ে করছেন মাহিরা খান!

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এবার বিয়ে করতে যাচ্ছেন মাহিরা। দীর্ঘ দিনের প্রেমিক সলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহিরা খান। খবর বাংলানিউজের। ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা ও সলিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বরকনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। পাকিস্তানের পাঞ্জাবে বিয়ের আসর বসবে। মাহিরা খানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে ভেঙে যায় মাহিরাআলীর সংসার। পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন মাহিরা।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে কেমন আছেন সিনেমার ‘রঙিন নবাব’
পরবর্তী নিবন্ধমালদ্বীপে হানিমুন সেরেই অস্ট্রেলিয়ায় ছুটলেন ফারিণ