ভারতের ঝাড়খণ্ডে ব্রাজিলীয় বংশোদ্ভূত স্পেনের এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ এবং তাকে ও তার সঙ্গীকে মারধরের ঘটনায় আবারও তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ধর্ষণে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। বাকি তিন জনের খোঁজ চলছে। বিবিসি জানায়, ২৮ বছর বয়সী ওই নারী ও তার সঙ্গী মোটরসাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। উত্তরাখণ্ডের দুমকি জেলায় রাতে তারা হামলার শিকার হন। ওই দুই পর্যটক কয়েক মাস আগে ভারতে প্রবেশ করেন। তার আগে তারা এশিয়া মহাদেশের বেশ কয়েকটি অংশে ভ্রমণ করেছেন। খবর বিডিনিউজের।
সপ্তাহান্তের শুরুতে ওই নারী তার ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেন। তার পেজের দুই লাখ ৩৪ হাজার অনুসারী রয়েছে। ভিডিওতে ওই নারী বলেন, সাত ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে। তারা আমাদের মারধর করেছে এবং জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যদিও তারা আমাদের কাছ থেকে খুব বেশি জিনিসপত্র নেয়নি।












