আবারও দুই দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড দেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর।

সকালে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নদভীকে আদালতে আনা হয় এবং শুনানি শেষে আবার কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি মামলায় চার দিনের রিমান্ড এবং ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

২০১৪ ও ২০১৮ সালে নদভী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার