আবারও চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২ মে, ২০২৫ at ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের লোহাগাড়ায় ট্রেনের ছাঁদ থেকে থেকে পড়ে রিপন (২০) এক যুবক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২রা মে) সকাল সাড়ে নয়টার সময় উপজেলার আধুনগর রেল স্টেশনের কাছেই রুপবান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত রিপন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাইন উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা তাসনিন জানান, সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় রিপন নামের এক যুবককে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতসহ তার ব্রেইনে প্রচন্ড আঘাত হয়েছে। যে কারণে সে বার বার বমি করছে, তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা সংলগ্ন মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধএসপিএল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রগতি যুব গোষ্ঠী