আবারও গান কবিতায় মেতে উঠল সিআরবি

নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগ

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে গত শুক্রবার বিকেল চারটা থেকে শুরু হয় সিআরবিতে গান, আবৃত্তি। আবারও গান কবিতায় মেতে উঠল সিআরবি। এতে একাত্মতা ঘোষণা করে শেখ রাসেল রোভার স্কাউট গ্রুপের ৩৬ জন সদস্য। তাদের সুন্দর স্কেটিংয়ে আশেপাশে প্রচুর দর্শক জমে যায়। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস, অধ্যাপক মো. ইদ্রিস, হাসিনা আক্তার টুনু, সাংবাদিক ঋত্বিক নয়ন, এডভোকেট মো. রাশেদুল আলম রাশেদ, মোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন জাফর, মোহাম্মদ আকরাম, মো. জাফর, মোহাম্মদ সাবের। সঙ্গীত পরিবেশন করেন সুকুমার দে, মোহাম্মদ মঈনউদ্দীন কোহেল, নারায়ন দাস। আবৃত্তি পরিবেশন করেন নিশাত হাসিনা শিরিন, কবি আক্তারী ইসলাম, মোহাম্মদ মসরুর হোসেন, বিবি মরিয়ম। সমাপনী বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বক্তারা বলেন, সিআরবি প্রাকৃতিক পরিবেশ কিছুতেই ধ্বংস করা যাবে না। সিআরবি চট্টগ্রামের ফুসফুস। আমরা সিআরবি বাঁচাতে চাই। হাসপাতাল অন্য কোথাও হোক আমাদের কোনো আপত্তি নাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএপিএমইএ পরিচালনা পরিষদের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধষোলশহরে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল